সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৬তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও কিবরিয়া স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।
এদিকে ঢাকার বনানীতে অবস্থিত মরহুমের গোরস্তানে বুধবার সকাল সাড়ে ৯টায় পুশ্পস্তবক অর্পণ করেন কিবরিয়া পরিবার। ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে কিবরিয়ার স্বজনরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দরাও এ সময় উপস্থিত ছিলেন। জিয়ারত ও দোয়া মাহফিল শেষে ড. রেজা কিবরিয়া পিতা হত্যার বিচার না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন।
২০০৫ সালের ২৭ ডিসেম্বর শাহ এ এম এস কিবরিয়া হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদপরবর্তী এক জনসভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন। তার সাথে নিহত হন তার ভাতিজা শাহ মঞ্জুর ও স্থানীয় তিন ব্যাক্তি। আহত হন ৭০ জন। এ ব্যাপারে বিস্পোরক ও হত্যার ঘটনায় দুটি মামলা বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
মন্তব্য