বরিশালের গৌরনদী পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের আটজন আহত হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল বেওয়ারিশ হিসেবে জব্দ করেছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইকতিয়ার হাওলাদার ও প্রার্থী আল আমিন হাওলাদারের সমর্থকদের মধ্যে এলাকায় ভোট পাহারা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক হারুন কালের কণ্ঠকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেওয়ারিশ চারটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।
মন্তব্য