চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর সিকদার (২৩) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বাঁশখালী-পেকুয়া সড়ক হয়ে গুনাগরি যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় পথচারীরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের শমদ আলি সিকদার পাড়ার মাস্টার আবু শামার ছেলে। তিনি এম.ই.এস কলেজের অনার্সে পড়ালেখা করতেন।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবির বলেন, তাকে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য