গোপালগঞ্জে বাসের ধাক্কায় শুকদেব সরকার (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় এক ভ্যানচালক আহত হন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকদেব সরকার গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুনীল সরকারের ছেলে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, সাতপাড় বাজারের সবজি ব্যবসায়ী শুকদেব সরকার ইঞ্জিনচালিত ভ্যানে করে সবজি কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি লোকাল বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ব্যবসায়ী ও ভ্যানচালক গুরুতর আহত হন।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুকদেবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক গোপালগঞ্জ জেনারেল চিকিৎসাধীন।
মন্তব্য