kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

বিএনপি অজুহাত পার্টিতে পরিণত হয়েছে : মেয়রপ্রার্থী রেজাউল

অনলাইন ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২১ ২০:৩৬ | পড়া যাবে ২ মিনিটেবিএনপি অজুহাত পার্টিতে পরিণত হয়েছে : মেয়রপ্রার্থী রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনে বিভিন্ন সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, ব্রিফিং প্রদান ও বহদ্দারহাট হাট এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, মো. ঈসা, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান। গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরী সাথে ছিলেন। এ সময় তারা এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।

শাহদাতের নির্বাচনী এজেন্ট ও নেতাকর্মীদের প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের রেজাউল করিম চৌধুরী বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা কাদের এজেন্ট হিসেবে মনোনীত করেছি তা যেমন কোনো মিডিয়ায় প্রকাশ করিনি, তেমনি বিএনপি কাদের এজেন্ট হিসেবে রাখছেন তা কেউ জানে না। তাহলে কিভাবে আমরা তাদের এজেন্টদের হয়রানি করব।

তিনি বলেন যে, যদি কারো বিরুদ্ধে মামলা থাকে এবং ওয়ারেন্টভূক্ত আসামিকে প্রশাসন খোঁজে বা গ্রেপ্তারের পদক্ষেপ নেয় সেটা এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেই পারে। এখানে আপনার আমার কোনো হাতও নেই আপত্তিও নেই। বিএনপি মূলত জনসমর্থন হারিয়ে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অজুহাত ও অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, বিএনপি আসলেই কোনো এজেন্ট দিচ্ছেন কিনা কিংবা আদৌ নির্বাচন করতে চায় কিনা তা এখনো পরিস্কার নয়।

মন্তব্যসাতদিনের সেরা