kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

অতিউৎসাহী সমর্থকরাই নির্বাচনে ঝামেলা করে : শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২৫ জানুয়ারি, ২০২১ ১৮:১৭ | পড়া যাবে ১ মিনিটেঅতিউৎসাহী সমর্থকরাই নির্বাচনে ঝামেলা করে : শাহাদাত হোসেন

যেকোনো নির্বাচনে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকরাই সমস্যা সৃষ্টি করে থাকে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মুখ্য। প্রার্থীদের সহযোগিতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

আজ সোমবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিমিয়সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এসব কথা বলেন।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আরো বলেন, নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার রবিউল আলমসহ দুই পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বক্তব্য রাখেন।

মন্তব্যসাতদিনের সেরা