আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক মনোনীত হয়েছেন সৈয়দ মোহাম্মদ তানভীর। তিনি স্বতন্ত্র পরিচালক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের স্থলাভিষিক্ত হয়েছেন বলে সিএসই সূত্রে জানা গেছে।
সৈয়দ তানভীর দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে তৈরি পোশাক মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মন্তব্য