রংপুরের বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে মারা গেছে অভি (২২) নামে এক যুবক। আজ রবিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে স্টেশনসংলগ্ন ভাটিখানা এলাকায়। সে ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। এলাকাবাসী টুটুল জানান, নিহত অভি মানসিকভাবে অসুস্থ ছিল। কোমরের নিচ থেকে সে কাটা পড়ে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা গ্যাংট্রাক (রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত ইঞ্জিন) ইঞ্জিন রংপুরে যাচ্ছিল। দৌড়ে রেললাইন পার হওয়ার সময় অভি নামে এক যুবক কাটা পড়ে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য চিকিৎসক সানাউল হক বলেন, হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
মন্তব্য