মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাহিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ১৩৫ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও আটজন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ার এইড প্রদান করা হয়।
মন্তব্য