kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

তারুণ্যকে মাঠমুখী করতে তামাই ক্লাবের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    

২৩ জানুয়ারি, ২০২১ ১৩:৪১ | পড়া যাবে ২ মিনিটেতারুণ্যকে মাঠমুখী করতে তামাই ক্লাবের উদ্যোগ

মাদকের আগ্রাসন ভয়াল থাবায় বিভ্রান্ত, বিপন্ন কৈশোর-তারুণ্য। মরণনেশার বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা। তাই মাদকবিরোধী নীরব সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের সংগঠন তামাই ক্লাব লিমিটেড।

'মাদকের বিরুদ্ধে গণজাগরণে ক্রীড়াই হাতিয়ার'-এ স্লোগানকে সামনে রেখে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক হাজী ফজলার রহমান তালুকদার।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. রফিকুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।

প্রধান অতিথির বক্তৃতায় ফজলার রহমান তালুকদার বলেন, 'তরুণ তাজা প্রাণের অন্ধকারে হারিয়ে যাওয়া ঠেকাতে একমাত্র শক্তি হতে পারে খেলাধুলা।' সমাজ ও দেশকে আরো  এগিয়ে নিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায়  তামাই ক্লাবকে ধন্যবাদ জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা সংকটে আত্নপ্রকাশ করা তামাই ক্লাব লিমিটেড নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের এপিএস রিশাদ মোর্শেদ।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় ইলিয়াস হোসেন ওয়াসিম, আরাফাত মুসুল্লী, মাহমুদুল হাসান শরীফ ও এনামুল কবির রিফাত। ধর্মীয় অনুষ্ঠান, শৈত্যপ্রবাহ এবং চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।

মন্তব্যসাতদিনের সেরা