নিহত জামাল মুন্সি। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সীর ভাই মো. জামাল মুন্সি (৫০) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আরো ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সাথে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
মন্তব্য