kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে শুভসংঘের কম্বল বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০২১ ২১:১৯ | পড়া যাবে ১ মিনিটেক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে শুভসংঘের কম্বল বিতরণ

বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ শাখা। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নম্বর রণগাঁও ইউনিয়ের সাদামহল গ্রামের ১১৮জন শীতার্তর হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আইয়ুব আলী, কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কালের কণ্ঠ’র বোচাগঞ্জ প্রতিনিধি মো. রাসেল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ সৌরভ, যুগ্ম সম্পাদক আজাদ আলী জাপান, কার্যকরী সদস্য সাজিদ আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যলয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গযেন চন্দ্র রায় প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা