ফাইল ছবি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোশারফ হোসেন(৪০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। মোশাররফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের নুর আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে মোশারফসহ বেশ কয়েকজন গরু চোরাকারবারী এক সাঙ্গে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে তারা শুক্রবার ভোর ৪টার দিকে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের নজরে পড়ে। এ সময় বিএসএফ সদস্যারা তাদের ধাওয়া করে মোশারফকে আটক করে।
তবে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আনিসুর এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
১৬-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের আইনি প্রক্রিয়া চলমান আছে। তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আমাদের যা করণীয় সেটাও চলমান রয়েছে।
মন্তব্য