kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

পাবনা প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০২১ ১১:২৭ | পড়া যাবে ১ মিনিটেপাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রতীকী ছবি।

সাত সকালে পাবনার সদর উপজেলায় দুবলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে পাবনা- সুজানগর সড়কের দুবলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুবলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আলম কালের কণ্ঠকে জানান, এদিন সকালে পাবনা থেকে সুজানগর অভিমুখে যাওয়া কয়লা ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দুবলিয়া বাজার এলাকায় সুজানগর থেকে পাবনাগামী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজির যাত্রী ঝন্টু কুন্ডু (৬০) মারা যায়। দুর্ঘটনায় সিএনজির চালক সহ আরো ৩ যাত্রী আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা খাতুন নামে আরো একজনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা