জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজার জেলায় জমিসহ নতুন ঘর পাচ্ছে ৮৬৫ হতদরিদ্র গৃহহীন পরিবার। তার মধ্যে শনিবার (২৩ জানুয়ারি) ৩০৩ গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, 'মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে জেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৮৬৫ গৃহহীনকে জমিসহ বাড়ি উপহার দেওয়া হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে ২ শতাংশ জমি ও ১৪ কোটি ৭৯ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩০৩টি বাড়ি প্রস্তুত হয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি বাড়ির জন্য একটি শোবার ঘর, একটি রান্নার ঘর ও করিডোরসহ বাথরুম নির্মাণে ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। শনিবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাড়িগুলো গৃহহীন পরিবারকে হস্তান্তর করবেন। পর্যায়ক্রমে জেলার ১২ হাজার ১২৮ গৃহহীন পাবে জমিসহ নতুন ঘর। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, কক্সবাজার সদর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৯৬টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।
মন্তব্য