kalerkantho

শনিবার । ২১ ফাল্গুন ১৪২৭। ৬ মার্চ ২০২১। ২১ রজব ১৪৪২

১৫ শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা মুক্তকরণে খনন শুরু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২১ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটে১৫ শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা মুক্তকরণে খনন শুরু

সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ১৫ শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে। উপজেলার লক্ষিপুর-কাচিহারা বিলে শুরু হয়েছে খননকাজ। দীর্ঘ দুই যুগ ধরে ১৫ শ বিঘা ফসলি জমি বছরের ৯ মাস জলাবদ্ধ হয়ে থাকত। এতে করে একসময়ের তিন ফসলি জমির মালিক কৃষকদের বছরে প্রায় আড়াই কোটি টাকা ক্ষতি হতো।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই খনন কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্যসাতদিনের সেরা