kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

অটোরিকশা চাপা দিয়ে বাস খাদে, নিহত ১

আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ)   

১৯ জানুয়ারি, ২০২১ ২০:০৮ | পড়া যাবে ২ মিনিটেঅটোরিকশা চাপা দিয়ে বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাস চাপায় শাহ আলম নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত শাহ আলম সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত দলিল বেপারীর ছেলে। এ ঘটনায় বাস ও অটোবাইকের ১৩জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কিটিংচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর এলাকায় শুকতারা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (মেহেরপুর-জ-১১-০০১৪) মাছ বোঝাই একটি অটোরিকশা চাঁপা দিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে অটোরিকশা চলাক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৩জন বাসযাত্রী।

আহতদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুইজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপর দুই নজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ও থানার পুলিশ পরিদর্শক (ওসি) রাকিবুজ্জামানা। তারা নিহত ও আহতের খোঁজ খবর নেন। পুলিশ পরিদর্শক (ওসি) রাকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্যসাতদিনের সেরা