বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্যোক্তার কক্ষে হানা দিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালের দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে বলেন, থানায় করা লিখিত অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনায় সন্দেহের তীর স্থানীয় মাদকাসক্তদের দিকে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করেন নাছিমা খাতুন। অন্যান্য দিনের ন্যায় তিনি রবিবার কাজ শেষে সন্ধ্যার দিকে কক্ষ বন্ধ করে বাসায় যান। তখন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম পুলিশ (চৌকিদার) পাপন চন্দ্র মালি রাত্রিকালীন পাহারায় নিয়োজিত ছিলেন।
রবিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের ছাদের ওপর দিয়ে উঠে দ্বিতীয় তলায় উদ্যোক্তার কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কক্ষের ভেতর রক্ষিত ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও আইপিএসের ব্যাটারিসহ প্রায় ৩ লাখ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এ অবস্থায় সোমবার সকালের দিকে উদ্যোক্তা নাছিমা খাতুন কাজের উদ্দেশ্যে কার্যালয়ে পৌঁছে চুরির বিষয়টি টের পান। পরে তিনি এ বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে অবগত করেন। এ ঘটনায় সোমবার বিকেলের দিকে ইউপি সচিব ফরহাদ আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউনিয়ন পরিষদে এক উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য