ফাইল ছবি।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, গতকাল সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে পদ্মায় নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ভোররাত ৩টার সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জানান তিনি।
এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে কয়েক শ যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে।
মন্তব্য