নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে শারমিন (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ (২৭) পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পূর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার সুখে কাটছিল। মেয়ের পিতা লিটন শেখ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সোমবার (১৮ জানুয়ারি) বিকালে নিজ বাড়িতে জামাই রিকাত শেখ আমার মেয়ে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। আমি খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নিহত শারমিনের শ্বশুর বাবলু শেখ বলেন, আমি শুনেছি ছেলের বৌ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য