সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে ৫ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এবং ৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
নির্বাচনের বিধি অনুযায়ী একজন প্রার্থী কমপক্ষে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তিনি তার জামানতের টাকা ফেরত পাবেন না। এ হিসেবে মোট ১১ জন প্রার্থী জামানত হারিযেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোছা. রুজিয়া বেগম, সামছুন নাহার, সংরক্ষিত ২নং ওয়ার্ডে রুহেনা চৌধুরী, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে নাজমা বেগম ও জোসনা বেগম জামানত হারিযেছেন।
সাধারণ কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে বেলায়েত হোসেন, ৩নং ওয়ার্ডে বারাম আলী, ৪নং ওয়ার্ডে রাশিদ আলী, ৬নং ওয়ার্ডে দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, ৭নং ওয়ার্ডে হিমাংশু দাস উত্তম এবং ৮নং ওয়ার্ডে আলী আহমদ জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান এ তথ্য প্রদান করেন।
মন্তব্য