kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

যশোরে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২১ ২১:২৪ | পড়া যাবে ১ মিনিটেযশোরে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় বসতঘরের দেয়াল চাপা পড়ে মশিউর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মশিউর নীলগঞ্জ এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। 

নিহতের চাচি রাজিয়া জানান, বিকেলে মশিউর বাড়ির ভেতর কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় হঠাৎ বসত ঘরের দেয়াল পড়ে যায়। পড়ে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে মশিউর। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার অমিয় দাশের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুটির মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। রক্ত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা