রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাশ, বাঘাইড়, চিতল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। আজ সোমবার স্থানীয় জেলে গোপাল হালদারের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের একটি বাঘাইড়।
গোপাল হালদার মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছের আড়ৎদার মোহাম্মদ আলীর কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। বেশি দামে বিক্রির আশায় মাছটি কিনে ফেরিঘাট পন্টুনের সঙ্গে দঁড়ি দিয়ে বেঁধে নদীতে জিইয়ে রাখেন ওই আড়ৎদার। খদ্দের পেলে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করবেন তিনি।
মাছটির ক্রেতা আড়ৎদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এমন বড় বাঘাইড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাজা আছে বলেই মাছটির দাম অনেক বেশি।’
মন্তব্য