হবিগঞ্জে মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাকসাইর এলাকায় হোটেল হাইওয়ে ইনের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলম মিয়া (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার আদাঐর গ্রামের মৃত আনু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম মিয়া তার এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু ব্যক্তিকে দেখতে একটি সিএনজি অটোরিকশা যোগে মাধবপুর থেকে বুল্লা ইউনিয়নের বানেশ্বর যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে সড়কের উল্লেখিত এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাকের মুখোমুখি হয় সিএনজিটি। এ সময় ড্রাইভার অটোরিকশাটিকে দ্রুত ঘুরিয়ে রাস্তার পাশে নিয়ে যায় মুখোমুখি সংঘর্ষের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু অটোরিকশা ড্রাইভারের ডানপাশে বসা আলম মিয়া ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য