হবিগঞ্জের লাখাই উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের এস এম কেরামত আলী (৫০) নামে এক কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে উপজেলার মনতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল নামস্থানে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ওই ব্র্যাক কর্মী কেরামত নিহত হয়েছে। নিহত কেরামত ময়মনসিংহ জেলার বাসিন্দা ও লাখাই উপজেলার বুল্লা ব্র্যাক অফিসের মাঠকর্মী ছিলেন।
হবিগঞ্জ ব্র্যাক অফিসের ম্যানেজার অমর নাথ বলেন, কেরামত দীর্ঘ ১০ বছর ধরে হবিগঞ্জে ব্র্যাকের কাজ করে আসছেন। সোমবার সকালে হবিগঞ্জ শহরেট শায়েস্তানগর এলাকায় তার বাসা থেকে লাখাই বুল্লা ব্র্যাক অফিসে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায়।
মন্তব্য