চার দফা দাবিতে ফেনী সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে সড়ক অবরোধ করে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের ঢাকামুখী অংশে প্রায় আধঘন্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মাইনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান সেখানে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা অবরোধ থেকে সরে আসে।
শিক্ষার্থীরা অতিরিক্ত ফি প্রত্যাহার ও বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি মওকুফ করাসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য আসন বরাদ্দ করার দাবি জানান তারা।
কারিগরি ছাত্র অধিকার আন্দোলন ফেনী শাখার সমন্বয়ক শহীদুল ইসলাম সাকের, অয়ন সাহা ও মো. ফয়সাল জানান তাদের দাবি যৌক্তিক। আর এ যৌক্তিক দাবির জন্যই তারা মাঠে আন্দোলনে নেমেছেন।
মন্তব্য