kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

শীতার্তদের মাঝে চাঁদপুর জেলা গণফোরামের কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২১ ০১:২৪ | পড়া যাবে ১ মিনিটেশীতার্তদের মাঝে চাঁদপুর জেলা গণফোরামের কম্বল বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে চাঁদপুর জেলা গণফোরাম। রবিবার রাতে শহরের জেএমসেনগুপ্ত সড়কের দলীয় কার্যালয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।  

এসময় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় গণফোরামের কার্যনিবাহী কমিটির সদস্য ও জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।

এতে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের,  যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবুসহ অন্যান্যরা।

মন্তব্যসাতদিনের সেরা