ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী।
তিনি টানা ৪র্থ বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয় টানা ভোটগ্রহণ। ভোটারদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট ভোটারের প্রায় শতকরা ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যথাক্রমে নাজিমুল হক, আফরোজ মিয়া, লিয়াকত আলী, রশিদ আহমদ খছরু, ইরাজ মিয়া, জসিম উদ্দিন সুমেন, তাপস চৌধুরী, শফিকুল হক ও হাজী ছালেক মিয়া বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত নারী আসনে তাসলিমা জান্নাত কাকলী, রত্না রানী মালাকার ও নূরেছা বেগম বিজয়ী হয়েছেন।
মন্তব্য