নবীগঞ্জে পৌরসভায় দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। মাত্র ২৬৪ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন। শুক্রবার মধ্য রাতের সংঘাত ছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী ১০টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৭৪৯ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৪৮৫। ২৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
ওদিকে এ রিপোর্ট লিখার সময় আ. লীগের প্রার্থী পক্ষে নহরপুর সেন্টারের ভোট টেম্পারিং-এর অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
মন্তব্য