পারভেজ রহমান জন
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পারভেজ রহমান জন ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী তানভীর আহমেদ বেলাল ১ হাজার ৩৭৬। বিএনপির প্রার্থী অ্যাড. লুৎফর রহমান ঢালী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার ১৯৯।
সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ফেরদৌসী আক্তার, সৈয়দা মাহমুদা খানম ও ইমু আক্তার।
সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন পর্যায়ক্রমে জাহাঙ্গীর হোসেন, বিল্লা হোসাইন খান, বাচ্চু বেপারী, মোয়জ্জেম হোসেন ঢালী, মো. আবুল কাশেম মোল্যা, হোসেন মোহাম্মদ আলমগীর, আমির হোসেন সিকদার, মো. ফরিদ হোসেন ও কে এম পলাশ।
মন্তব্য