লতিফুর রহমান রতন
আজ শনিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র লতিফুর রহমান রতন (নৌকা প্রতীক) নিয়ে পুনরায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৪৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাহমিনা পারভীন বীথি। তিনি (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৮৪ ভোট।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. জহিরুল হক কালের কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য