সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান জয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী রিটানিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এ নিয়ে আব্দুল্লাহ আল পাঠান নৌকা মার্কা প্রতীক নিয়ে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৯২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ৫৭৫ ভোট।
মন্তব্য