ঢাকার দোহারে দেয়াল ধ্বসে শিউলি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলি ওই গ্রামের শেখ আবজালের স্ত্রী।
নিহতের ভাই শামীম আরমান জানান, শুক্রবার বেলা তিনটার দিকে ঘরে তার স্বামীকে ভাত খেতে দিয়ে তরকারি আনার জন্য রান্নাঘরে যান। এ সময় প্রতিবেশীর বাড়ির পুরাতন সীমানা প্রাচীরের দেয়াল ধ্বসে তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য