কুয়াশার চাদরে ঢাকা রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হাজির ময়মনসিংহের নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘরের দরজায় গিয়ে কড়া নেড়ে বলেন, 'ঘরে কেউ আছেন, ওঠেন। আমি আপনাদের ইউএনও। একটি কম্বল দিতে এসেছি।’
দরজা খুলতেই ইউএনও এরশাদ উদ্দিন নিজের হাতে কম্বল গায়ে জড়িয়ে দেন শীতার্তদের। মঙ্গলবার রাতে রাস্তার পাশে, প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে তাদেরকে কম্বল দেন তিনি। রাতে ইউএনওর কাছে কম্বল পেয়ে খুশি দুস্থরা।
কম্বল পেয়ে রুস্তম আলী নামে এক দৃষ্টি প্রতিবন্ধী বলেন, 'আমার তো বিশ্বাস অয় না যে ইউএনও স্যার বাড়িত আইয়া কম্বল দিছে। চোখে না দেখতারলেও অন্তর দেখতাছে। আমি তাইনের লাইগ্যা দোয়া করবাম। শীতের কাঁপন থাইক্যা অহন কিছুডা রক্ষা পাইয়াম।'
ইউএনও এরশাদ উদ্দিন বলেন, এসব অসহায় মানুষরা সবার কাছে শুধু একটা তুচ্ছতাচ্ছিল্য। তাদের কাছে এসে কেউ খোঁজ নেয় না। নিজের চোখে দেখে বিশ্বাস হয় না যে এদের থেকে আমরা কত ভালো আছি। সবার উচিত এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।
মন্তব্য