রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক আকতার (৬১) আর নেই। মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার বলেন, ফারুক আকতার রাতে তার ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যাপক ফারুক আকতারের মরদেহ নিয়ে আজ বেলা ১১টায় তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।
মন্তব্য