সীতাকুণ্ডে মোটরসাইকেলে আগুন লেগে দুই ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছেন। দগ্ধরা হলেন- মুজাহিদ (৩৪) ও ইমন ( ৩০)। তারা ফকিরহাট মুলিপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটিতে আগুন ধরে গিয়ে আরোহী মুজাহিদ ও ইমন দ্বগ্ধ হন।
এসময় এলাকাবাসীরা দ্রুত তাদেরকে উদ্ধার করে চমেকে পাঠান। তবে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঈন উদ্দিন বলেন, সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় মহাসড়কে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আমরা আগুন নেভাতে চেষ্টা করলেও গাড়িটি পুড়ে যায়।
এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছে বলে শুনলেও তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করায় আমরা পাইনি।
মন্তব্য