শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় বিজয় দত্ত নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক টমটম-এর চালকসহ দুজনকে আটক করেছে বলে জানা গেছে।
নিহত বিজয় দত্তের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি শরীয়তপুর শহরের টাইল্স সিটি নামে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শরীয়তপুর শহরের উত্তর বাজারে ইটবোঝাই একটি টমটম গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক আবস্থায় আহত একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মন্তব্য