কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিনাবাজার নামক এলাকায়। এ ঘটনায় ট্রাকচালক নয়ন মিয়া (২৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম গ্রামের হাসান আলীর পুত্র আবু বক্কর বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় কুড়িগ্রামগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাক ও চালক নয়ন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাইদুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য