নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর থেকে পড়ে নাঈম উদ্দিন বাবু (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মহাদেবপুর-মাতাজি হাট সড়কের নাটশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলা সদরের বুড়াশিবতলা থেকে একটি বালুবাহী ট্রাক্টর চেরাগপুর ইউনিয়ন পরিষদ এলাকায় যাচ্ছিল। পথে 'মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ' এর সামনে ট্রাক্টরের ঝাঁকুনিতে পাকা সড়কে পড়ে যান নাঈম উদ্দিন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি নজরুল ইসলাম জুয়েল।
মন্তব্য