চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র শীতে কাবু হওয়া সহস্রাধিক দরিদ্র অসহায় শীতার্ত পেলেন শীতবস্ত্র। ফরিদগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এসব শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান। আজ মঙ্গলবার এই পৌরসভার চরবসন্ত, কেরোয়া ও মিরপুর এলাকায় এসব শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এ সময় কাউন্সিলর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান এবং স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সফিকুর রহমানের নির্দেশে সাড়া দিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে ফরিদগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দরিদ্র অসহায় শীতার্ত এসব মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবেন।
এসব শীতবস্ত্র পেয়ে ফরিদগঞ্জ পৌরসভার দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। তীব্র শীতে দরিদ্র অসহায় মানুষগুলো কষ্ট কিছুটা লাঘব হয়েছে।
প্রসঙ্গত, সমাজসেবক ও ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী আব্দুল আউয়াল।
মন্তব্য