বগুড়ার শাজাহানপুরে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারীসহ সব শ্রেণির কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে সাড়ে চার শ জন কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা হিসেবে ধানবীজ, পিঁয়াজবীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, কৃষি কর্মকর্তা নুরে আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছাইদুর রহমানসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা নুরে আলম জানান, চার শ ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি ওজনের হাইব্রিড ধানবীজ এবং ৭০ জন কৃষকের মাঝে ৭৭৫ গ্রাম পিঁয়াজ বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। হাইব্রিড জাতের ধানচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এই প্রণোদনা দিয়েছে সরকার।
মন্তব্য