মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে ট্রাকচাপায় সোহান হাওলাদার (১৮) ও আবদুর রহমান (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে সুমন (২০) নামে একজন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙা ব্রিজের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান বালীগ্রামের কর্ণপাড়া গ্রামের লিটন হাওলাদারের ও আবদুর রহমান মোহাম্মদ হাওলাদারের ছেলে।
এদিকে নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালকের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাস্তায় জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে তিব্র যানজট সৃষ্টি হয়। এ অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আর আটকে থাকা সকল গাড়ি ছেড়ে দিয়েছি। রাস্তায় এখন আর কোনো যানজট নাই।
মন্তব্য