kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

কুয়াশা আর উত্তুরে হাওয়ায় পঞ্চগড়ে শীতের বেজায় দাপট

অনলাইন ডেস্ক   

১৭ ডিসেম্বর, ২০২০ ১০:৪২ | পড়া যাবে ১ মিনিটেকুয়াশা আর উত্তুরে হাওয়ায় পঞ্চগড়ে শীতের বেজায় দাপট

ঘন কুয়াশা ও উত্তুরে হাওয়ায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

হেমন্তের শুরুতেই পঞ্চগড়ে শীতের দেখা মিললেও গত এক সপ্তাহজুড়ে জেঁকে বসেছে শীত। এখন দিনের বেলায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট। দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের উত্তাপ মিললেও বিকেল গড়াতেই তা আর থাকে না। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তুরে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়তে থাকে। কমে আসে তাপমাত্রাও। আর মাঝরাতে অনুভূত হয় হাড়কাঁপানো শীত।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। সময়মতো কাজে যেতে পারছে না তারা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ২২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অংকের দরিদ্র শীতার্তদের তুলনায় খুবই কম। 

মন্তব্যসাতদিনের সেরা