ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। টাঙ্গাইলের দিকে থেমে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে রয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটার পর থেকে এই যানযট শুরু হয়েছে বলে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন। যানজটে আটকা পড়ে শীতের মধ্যে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত অব্যহত রয়েছে।
পুলিশ জানায়, বিজয় দিবসের ছুটিতে মানুষ ঘরে ফেরা শুরু করেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাস চলাচল বৃদ্ধি পায়। পাঁচটার পর থেকে মহাসড়কের গোড়াই এলাকায় যানজট শুরু হয়। যানজট এক পর্যায় ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট হয়।
মন্তব্য