বেসরকারি সংগঠন টিসিএম এর উদ্যোগে শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরে বৃদ্ধাশ্রমের অসহায় নারীদের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন প্রিন্স।
বৃদ্ধাশ্রমের পরিচালক মো. বাপ্পির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি নোয়াখালী জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বেলাল হোসেন ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বৃত্তবানসহ সামাজিক সংগঠনকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এ দলনের উদ্যোগকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
বৃদ্ধাশ্রমের পারচালক বাপ্পি জানান, দীর্ঘ ১৫ বছর থেকে হতদরিদ্র, বৃদ্ধ ও স্বামী পরিত্যক্ত বয়স্ক নারীদের এই আশ্রমে স্থান দেওয়া হয়েছে। টিসিএম নামক প্রতিষ্ঠানের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০ জন ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ নারী এখানে বসবাস করছেন। তাদের সকল ধরনের ভরণ-পোষণ এ প্রতিষ্ঠান পালন করে আসছে।
মন্তব্য