খাবারের সন্ধানে এসে দলছুট হয়ে পড়ে হাতিটি। ছবি: কালের কণ্ঠ
কক্সবাজারের চকরিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে দলছুট একটি বুনো হাতি। হাতিটি ভোররাতে খাবারের সন্ধানে এলেও আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের নজরে পড়ে যায়। এতে দলছুট হাতিটি এখান থেকে ওখানে ছুটতে থাকে। আর উৎসুক মানুষও দলছুট হাতিটির পিছু নেয়। এ অবস্থায় হাতিটিকে নিয়ে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বিএমচর ইউনিয়নের বাঁশখাইল্লাপাড়ার লোকালয়ে দেখতে পায় ঘুম থেকে জেগে ওঠা মানুষ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সরওয়ার হোসেন আলভি জানান, দলছুট বুনো হাতিটি ভোর থেকেই এই গ্রাম থেকে ওই গ্রামে ছুটে চলেছে। আর হাতির পিছু নিয়েছে উৎসুক মানুষও। বর্তমানে হাতিটি মানুষের তাড়া খেয়ে পুচ্ছলিয়া পাড়ার জঙ্গলে ঢুকে পড়েছে। যার চারদিকে লোকালয়। ফলে তৈরি হয়েছে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেমে আসা হাতিটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত মানুষ এবং সহায়-সম্পদের কোন ক্ষতি করেনি। তবে হাতিটিকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।
এদিকে দলছুট বুনো হাতি লোকালয়ে নেমে আসার খবরে বনবিভাগ, সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং পুলিশ সেখানে ছুটে যায়। তারা যৌথভাবে হাতিটিকে নির্দিষ্ট আবাসস্থলে ফেরানোর তৎপরতা শুরু করেছে।
এ ব্যাপারে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বুনো হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট হয়। তারা হাতিটিকে নির্দিষ্ট আবাসে ফেরাতে এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে রয়েছেন।
মন্তব্য