আড়াইহাজারে তিন হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এই অভিযান শুরু হয়। এ সময় অবৈধভাবে গ্যাস লাইন ব্যাবহার করার কারণে তিন জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, অভিযানে উপজেলার লাসরদী গোয়ালপাড়া, দক্ষিণ পাড়া ও দিঘির পাড় এলাকায় অবৈধ গ্যাস ব্যাবহার করা অভিযোগে তিন হাজার লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য