নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার রাতে চিটাগাংরোড এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। নিহত কিশোর জেলার রুপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার দক্ষিণপাড়ার মানিক মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি। ইমন মিয়া পেশায় শিক্ষার্থী। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সিদ্ধিরগঞ্জে ঘুরতে এসেছিল।
মন্তব্য