বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দেশে প্রথমবারের মতো প্রান্তিক এলাকায় ভিডিও কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে।
আজ রবিবার (৬ ডিসেম্বর, ২০২০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ডায়াবেটিক সমিতিতে এই বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভিডিও প্রযুক্তিতে ঢাকার বারডেম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজির অধ্যাপক এ কে আজাদ খান, ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক পাঠান, চর্ম বিশেষজ্ঞ অধ্যাপক কামরুল আহসান,মেডিসিন ও পালমোনারি বিশেষজ্ঞ অধ্যাপক দেলোয়ার হোসেন, কার্ডিওলজিস্ট অধ্যাপক জাহিদ হাসান ঢাকা থেকে যুক্ত হয়ে এই ক্যাম্পে অংশ নেন।
পীরগঞ্জ প্রান্তে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির তিনজন চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তা করেন।
করোনা মহামারীর কারণে প্রান্তিক এলাকার জটিল রোগিদের প্রয়োজনীয় এবং যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য ডায়াবেটিক সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে। নামমাত্র ফি-তে এই চিকিৎসা এবং ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র পেয়ে রোগীরা বেশ উৎফুল্ল।
এখন থেকে নিয়মিত বারডেম এর সকল চিকিৎসক দেশব্যাপী ছড়িয়ে থাকা ডায়াবেটিক সমিতির রোগীদের চিকিৎসা ভার্চুয়ালি ভিডিও মাধ্যমে প্রদান করবেন বলে সমিতির নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য