বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও এখানে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। শিগগিরই এ পৌরসভার তফসিল ঘোষণা হবে এমন সম্ভাবনা মাথায় রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে বর্তমান মেয়র আওয়ামী লীগের এসএম মনিরুল হক তালুকদারের এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে আব্দুল আজিজ মেমোরিয়ার স্কুল মাঠে ওই নির্বাচনী মতবিনিময় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি এক সময় জনসভায় জনসভায় রূপ নেয়।
সভায় অ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, ১৭ বছর মোরেলগঞ্জ পৌর সভার মেয়র হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ঘুষ, দুনীর্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জনসাধারণের কামলার কাজ করে আসছি। সুখ-দুঃখে সবার পাশে থেকেছি। আগামী দিনে আপনার পাশে থেকে কামলা হিসেবে পৌরবাসীর পাশে চাই।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পৌরসভা ৭ ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এস এম মনিরুল হক তালুকদার মোরেলগঞ্জ পৌরসভায় একটানা ১৭ বছর মোমবাতি, ঘড়ি ও নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আসছেন।
মন্তব্য